TopTime

আজ ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নৈতিকতা-বিরোধী কবিতা সংখ্যা


 সম্পাদকীয়: 

আমাদের বক্তব্য স্পষ্ট। এই প্রচেষ্টার একমাত্র উদ্দেশ্য (প্রচলিত) নৈতিকতার বিরোধিতা করা। কারণ
আমরা মনে করি: নৈতিকতা পারিবারিক-সামাজিক-রাষ্ট্রীয়ভাবে আমাদের অবদমন করে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। ব্যক্তি নিজেই নিজের স্বতঃস্ফূর্ততাকে নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণ ও অবদমনের প্রতিই আমাদের আঘাত। এই আঘাতে যারা সামিল হয়েছেন প্রত্যেককে আর কে রোড লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
লেখা সাজানোর ক্ষেত্রে আমরা নামের আদ্যাক্ষরকে প্রাধান্য দিয়েছি।
—সম্পাদক


 সূচি

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

  1. Great Work. সময়োপযোগী। এপার ওপার বাংলা মিলে দারুণ কিছু লেখা সংখ্যাভুক্ত হয়েছে। স্যালুট।

    উত্তরমুছুন
  2. দুর্দান্ত
    অনেক সুন্দর লেগেছে ।
    তবে
    আদিত্য আনাম ভাইয়ের কবিতা গুলো,আহ্ অসাধারণ 🖤

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  4. দারুণ হয়েছে। নৈতিকতা বিরোধী কবিতা সংকলন বোধহয় বাংলা ভাষায় এই প্রথম। ঠিক জানিনা। সম্পাদককে ব্যাপারটা কনফার্ম করার জন্য অনুরোধ করছি।

    উত্তরমুছুন

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।