TopTime

আজ বঙ্গাব্দ

স্বপন রায়ের কবিতা

প্রচ্ছদ: নাজমুল হোসাইন

নীতিশাস্ত্র


রাস্তার কী যে হয়। ভ্রমর গুন করে গুণ করেনা, হুল 
ফোটার বেলায় রাস্তা নিচেই থাকে। ফোটা থেকে ফোঁটা ফোঁটায়



আলো, চাপ নিলেই তো অন্ধকার। সুইচ সেই বীতশোক কূট, নীতির আগল খুলে যে ভেবেছিল, জল ভাঙবে।
জলে যৌনফিটকিরি, চাঁদ কল্লাকাটা চাঁদ, পায়জামার খোঁজে সাঁতারাচ্ছে যখন, আলো করল অন্ধকারকেই

 নীতির আঃ আঃ
ভোরে একটা বেশ আসনাই হবে



কাজ শেষ। কামকাজ গায়ে পা দিয়ে বিদায় বলল, রুটিলোকে ফাটাফাটি আঁচ।
বিদায় পুড়ল।
ছিটকিনি দেয়ার সময় মনে ছিল না, আজ ছুটি।
কাজ, কামকাজ, তাঁতঘরের মেশিনে সংবিগ্ন হল। পাখিকূল আর বেরই হল না গান থেকে, গৌতমদা



এবার যা হবে না, রঙ হবে মেদুরযশুরে, সীমানার কাছে এবার তো নিয়ন্ত্রণ বেশ ফুলকো হয়েও সাইজের। রাষ্ট্রের চেয়ে ছোট, বাঁধের সমান আর একটু বড় দমনপীড়নের চেয়ে।
নীতি সব খুলে ফেলল তাই। আমিও। যত নাট-বোল্ট, যত স্ক্রু, যত জোড়াই।
সাত নম্বর স্প্যানারই যথেষ্ট।

আমাদের নীতি, নীতি তোমাদের, একটা বাস ধরার অপেক্ষায়



কিন্তা কি চিন্তা কু লাবিউ বা ফাকিউ
অ ছাড়া হং
ব ছাড়া রং
আজ আমাদের কেউনা কেউনা ছুটি
হে বোধ
হে মাদারবোর্ড
আর মেলাবো না
সে যতই কার্জন পার্কে নির্জন ত্বকে মহিলাবাসার গন্ধ জোনাকি হয়ে যাক
যাক সে যতই কিকুচিকিন্তার জংগলে লাভের অংশে ফাকিং ব্রিজটা মেরামত করতে
অহংকে বরং করতে

চিন্তিতপ্রায় এই দেশে আমি মি আর মিমি মা..

 



স্বপন রায়। জন্ম ১৬ মার্চ, ১৯৫৬; টাটানগর, জামশেদপুর। শিক্ষা: বি. কম.। পেশা : অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী। প্রকাশিত বই: কবিতা— ‘আমি আসছি’ (১৯৮৪), ‘চে’ (১৯৯০), ‘লেনিন নগরী’ (১৯৯২), ‘কুয়াশা কেবিন’ (১৯৯৫), ‘ডুরে কমনরুম’ (১৯৯৭), ‘মেঘান্তারা’ (২০০৩), ‘হ থেকে রিণ’ (২০০৮), ‘দেশরাগ’ (২০১১), ‘সিনেমা সিনেমা’ (২০১৫), ‘আইসক্রিম একটু হেসেই তো কিনে দেবে’ (২০১৬), ‘শ্বাসাবরী জংসন’ (২০১৯), ‘মাধবী সিরাপ’ (২০২০)। গদ্য— ‘রুয়ামের সঙ্গে’ (১৯৯৬), ‘স্বর্গের ফোকাস’ (১৯৯৮), ‘একশো সূর্যে’ (২০০৭), ‘কুঁচবাহার’ (২০১৬)।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

  1. শেষটার জন্য আপনাকে মনে পড়বে অনেকেরই

    উত্তরমুছুন
  2. অনন্য পংক্তিমালা, সুন্দর

    উত্তরমুছুন
  3. পূর্ণদেহ নদী৮ মার্চ, ২০২১ এ ৮:০২ PM

    চিন্তাপোড়ানো পংক্তিমালা। তন্ময় হয়ে আছি তখন থেকে বিশেষত এই লাইনটা মাথা থেকে যাচ্ছে না -কাজ শেষ। কামকাজ গায়ে পা দিয়ে বিদায় বলল, রুটিলোকে ফাটাফাটি আঁচ।-- কী বলতে চেয়েছেন কবি?

    উত্তরমুছুন

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।