TopTime

আজ বঙ্গাব্দ

শামীম সৈকতের কবিতা

প্রচ্ছদ: নাজমুল হোসাইন

 রোজকার ভেলকি 


ইন্নালিল্লাহ ডট কম কোম্পানি বাজেয়াপ্ত! পৃথিবীতে যারা ধনী তারা কখনো মরবে না। বেঁচে থাকুক যুগ যুগ ধরে। আসুন আমাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই জীবিতদের দেশে।



আরেকটি মৃত্যু, জীবন সূদূর নীতিবাক্য। 
তারাদের মা নেই, তারা আলাদা ঘুমায়।
গাছেরা শীতে কেঁপে উঠে, যৌনতা নিয়ে।
ফলের অপর নাম মৃত্যু ও যৌনতা!



আমিই কি একমাত্র ভুল!
যার বিচারের বিচারক যিনি প্রাচীন কৌতুকের হাতে ছয়টি আঙ্গুল 
 কোনটা সঠিক কোনটা ভুল কিংবা ভুলের ভুল কোন দু-কুল?



গন্ধরাজ একটি তারা। 
নাম ভেবে সমাজতান্ত্রিক মনোভাব 
ব্যর্থতার মনোচিকিৎসক।
ইশ্বর দুটো জিনিসে ব্যর্থ 
একটি সুইসাইড অন্যটি সেক্স!



প্রেমিকার যোনি থেকে বেরিয়ে পড়ছে গু! আর তোমরা নীতি চোদাও।



শামীম সৈকত। কবি। জন্ম আর কে রোডের অদূরে: উলিপুর, কুড়িগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর। প্রকাশিত কবিতাপুস্তিকা: ‘মেরুন সন্ধ্যালোকে’ (ঘোড়াউত্রা: ২০২০)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ