TopTime

আজ ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা সংখ্যা: প্রারম্ভিকা | গিয়াস গালিবের কবিতা


 ১

যেহেতু বন্যই চিনে বন্য

একটি বন্য, কখনোকখনো জনভিড়ে 
ছেড়ে দেওয়া উপরিক 

আরেক বন্যকে চিহ্নিত করে দেয়



ডিমকে শূন্য ভেবে আকাশে উড়িয়ে  
দিই 

পরিবেশ প্রতিকূল 

দেখি—

সেই ডিম পাখি হয়ে ফিরে আসে
হওয়া বুঝে না শূন্যের প্যারাগ্রাফ
 


সব সম্পর্কের প্রতিশ্রুতি থাকতে নেই
কিছু সম্পর্কের উপনাম হয় না 

তবে—

কখনোসখনো নদীর ছলে ভিজিয়ে 
গেলে পা, এইসা
 
ভিতর ভিতর বড়ো হয় দুপুর



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।