![]() |
প্রচ্ছদ: নাজমুল হোসাইন |
সম্পাদকীয়:
গল্প সংখ্যা করার কথা চিন্তা করেছিলাম যখন নৈতিকতা-বিরোধী কবিতা সংখ্যার ব্যাপক সাড়া পেয়েছি। একটা দুঃসাহসিক কাজের সফলতা থেকে আত্মবিশ্বাস জন্মে। ফলে হাসতে হাসতে আরো কিছুটা দুঃসাহস দেখানো যায়। এইযে মনস্তাত্ত্বিক যাত্রা, গল্প সংখ্যাটি হলো সেই যাত্রাপথের মুসাফিরখানা।
কী করবো বলুন! নৈতিকতা-বিরোধী কবিতা সংখ্যা থেকে আমরা যে বুঝে গেছি প্রচলের বাইরের টেক্সটের পাঠকও আছেন। বাঙালির শুধুই ‘ভাতের ক্ষুধা’ এই সত্য স্বীকার করা না-করার সীমা পার হলে দেখা যায়, কোনো কোনো ঘর থেকে গাওয়াঘি’র ঘ্রাণ আসে। আর যারা বেছে বেছে খায়, আমরা তাঁর ক্ষুধা বুঝতে চাই।
সংখ্যাটির লেখকদের ধন্যবাদ। এছাড়াও কবীর রানা ভাই, মাহমুদুল হক গবেষক আবু হেনা মোস্তফা এনাম ভাই, কবি শানু চৌধুরী দাদার প্রতি কৃতজ্ঞতা। সূচি সাজানোর ক্ষেত্রে নামের আদ্যাক্ষর প্রাধান্য পেয়েছে।
হ্যাপি রিডিং—
সূচি:
1 মন্তব্যসমূহ
সমকালীন তরুণ গল্পকারদের নিয়ে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। সংশ্লিষ্ট সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। পড়বো, সময় নিয়ে সবগুলো গল্প পাঠ করবো।
উত্তরমুছুনমন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।