আমাদের সম্পর্কে:
গলা নয়, শিল্প-বাছাই প্রক্রিয়া চলমান....
একদিকে দাবি করা হচ্ছে, কবিতা হচ্ছে না, সাহিত্য হচ্ছে না, শিল্প হচ্ছে না। অন্যদিকে কেউ-বা গলাবাজি, গ্রুপবাজি করে জাতে উঠে যাচ্ছেন।
অশিল্প সংবাদ হয়ে যায়
এই দুই গ্রুপের কেউই কি প্রকৃত শিল্প-সাহিত্যের খোঁজ রাখতে পারেন? আমরা তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না। আমাদের প্রশ্নচিহ্ন উড়ে উড়ে বসে পড়ুক সমস্ত দুর্গন্ধভর্তি থালায়।
পাতে নিতে না পারলে, রোডেও তুলতে (বিকল্প শব্দ: ছাপতেও) পারি না, মশাই
“আর কে রোড” শিল্পের প্রশ্নে আপোষহীন। ব্যক্তিগত সম্পর্ক, গ্রুপ মেইনটেইন করি না।
সুগন্ধি খুঁজছে কলোনিয়াল সরু নাকগুচ্ছ। ওহ রুমাল, তুমি কি পাত্রের চিরকাল!
আমরা সুগন্ধি বিক্রেতা নই। রোডের বুকে শুধু থেকে যায় কতকগুলান চিহ্ন; দুর্ঘটনা ও জার্নির। ডেকে এনে কাছে বসিয়ে আদর-আপ্যায়ন শিখিনি। চলতে চলতে (অ)/সমান্তরালে কিছু চিহ্ন রাখতে চাইলে— ওয়েলকাম অন দ্য আর কে রোড....
আপডেট: ২৩/০৭/২০২০