TopTime

আজ বঙ্গাব্দ

সাম্য রাইয়ানের সিরিজ কবিতা ‘লিখিত রাত্রি’ | নবম কিস্তি

প্রচ্ছদ: রাজীব দত্ত 

একচল্লিশ

এসো হাইহিল, মৃদু জুতার বাগান, অহেতুক
মেতে উঠেছি ধনুকের সুতোয়; সামান্য ছুতোয়।
আকাশের পথে হেঁটে যেতে যেতে জল কাদা সব
একাকার পথে অনেক কিছুর সাথে হারালাম
জুতো। ফিতে বাঁধাটা শেখা হলো না জীবনজুতোর।


বিয়াল্লিশ

শূন্যবলের ভেতর দিয়ে শুনতে পাচ্ছি মোহভঙ্গের
গান; ব্যাকরণে তা শীতার্তের কুয়াশাসংগীত।
ছত্রভঙ্গ হবার আগে জেনেছি, রঙকরা পাখিদের
ঠোঁট থেকে ভেসে এলে সুরেলা সংগীত; সুসজ্জিত
পুস্তক, মানুষের মনে কোনো প্রভাব পড়ে না।


তেতাল্লিশ

রহস্যের উৎসমূল থাকে রাতের গভীরে
প্রোথিত। যতো নিষিদ্ধ স্তবক পাঠ করেছে তারা
দু’জনে; অপরকে আশ্রয় করেছে গোপনে। এতো
যে অকারণে হাসি, আমি কি জানি, কাকে বলে প্রেম?
অথবা শিখেছি কখনো জীবনের প্রকৃত বানান?


চুয়াল্লিশ

মানুষের শহরে আমি মমি হয়ে বসে থাকি
এলিয়েন। প্রাচীন শহর থেকে বেরিয়ে আসে
অসংখ্য বরফের কফিন। একা কবি সকল
মৌন বরফের ভাষা ভেদ করে শ্যামল ভ্রমের
দিকে তুমুল আততায়ীর মতো হাঁটেন, সত্যশিশু!


পঁয়তাল্লিশ

পেছনে একটা লাত্থি আমি দিতেই পারি কষে
আজকাল কে খোঁজ নেবে, আর করবে প্রতিবাদ?
কমোডের পাশে বসিয়ে মুখে বিসর্জনও দিতে
পারি অকপটে। কেউ কি এসবের খোঁজ নেবে
কোনোদিন; যদি একটা খুনও করে ফেলি আজ!




  [আগামী শনিবার প্রকাশিত হবে নবম কিস্তি]    


 লেখকের অন্যান্য লেখা: 
• সাম্য রাইয়ানের মুক্তগদ্য ‘একটা সত্যি কথা বলো’
 লেখক প্রসঙ্গে: 
• হোসাইন মাইকেল:  ‘চোখের ভেতরে হামিং বার্ড’ নিয়ে আমি যা ভাবছি



সাম্য রাইয়ান। কবি ও গদ্যকার। জন্ম নব্বইয়ের দশকে কুড়িগ্রামে। প্রকাশিত কবিতাপুস্তিকা: ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’, ‘মার্কস যদি জানতেন’। কবিতাগ্রন্থ: ‘চোখের ভেতরে হামিং বার্ড’। পোয়েটিক ফিকশন: ‘হলুদ পাহাড়’। প্রবন্ধ: ‘সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট’। একযুগ যাবৎ সম্পাদনা করছেন ‘বিন্দু’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ