TopTime

আজ বঙ্গাব্দ

জেদের কবিতা | শানু চৌধুরী


পৃথিবীর ঘাটে ছিল, মহিষের চিরায়ত দানা
পথ তবু ডুবে গেল, বিরোধী ছায়ায়?
কোনো শখ নেই তার পথিকের নখগুলো নিয়ে
জানি দানা ভুল হলে, উড়ে যাবে পাপ
আকাশের পুঁথি হলে বুক থেকে ঘরে
ভাসমান জাদুকরে উঠে আসে পোপের ঈষৎ
ফুল তবু বৃষ্টি হয় ভিজে যায় শাসন তন্ময় 
আমাদের দেখে রেখো চারদিকে অন্ধকার হলে
মামলুকেরা নেই আজ রাজিয়ার কাছে
বাবা তার চলে গেছে সন্তানের খোঁজে

শোক তার গাথা হল তামাম ভুবনে
তোমাদের হাসি সব নিভে গেলে রজনী দাঁড়ায় 
কিছু বর্ণ ভাল হলে আকাশ বিদ্রুপ করে ওঠে
রুমালের জ্বর থেকে খুলে পড়ে ঘাম
আমি জানি আজ সেই ঘুমের নতুনে
ঢুকে যায় পতনেরা গোপন অসুখ নিয়ে গিয়ে 
তুমি কাটো সেই বালি যাদের গভীরে কিছু নেই
হাহাকার ধীর হলে জেনো জোৎস্না কাপড় শুকোয়

বেহালার ছড় ছিল আলো ঘেরা বুকে 
সামাজিক হল সেই হরতন চিরতন রূপ
পাতা নিচু হয়ে এলে ছোট হয় বন
আমাদের সৈনিকেরা ডুবে যায় মথের গভীরে 
তুমি আজ বোঝো সব হাতের নাগাল
পুষ্টি শেষ হয়ে গেলে ক্ষয়ে যায় লবণ কেমন



 লেখকের অন্যান্য লেখা: 
• নৈতিকতা বিরোধী সংখ্যায়: শানু চৌধুরীর কবিতা


শানু চৌধুরী। কবি ও গদ্যকার। জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। লেখাপড়া ইংরেজি সাহিত্যে। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘আলো ও আত্মহত্যা’ (২০১৯)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ