TopTime

আজ বঙ্গাব্দ

গালিব উদ্দিন মণ্ডলের কবিতা


পোশাক


এক

হ্যারিকেনের কাচের জামাটিতে
কোনোদিন চোখের জল ফেলো না, মীরাবাই।


দুই

দেহকে পোশাক বলে পাগল। পাগলীও।
পোশাক খুলে ফেলতে
ওরা বোতাম খুঁজে পায় না।  


তিন

এই মিথ্যে সোয়েটারে কোনও উলের উত্তাপই মিথ্যে নয়
মিথের বুনন ঘিরে অজ্ঞেয় পাখিদের ডিম
প্রসূত অনুভবে স্থল জল হিমযুগ পার হয়ে আসে।


চার

স্ত্রীকে লেখা চিঠিরা
কখনও ধোপানীর হাতে এলে
সাবানের ফেনা কিছুক্ষণ থেমে যায়।


পাঁচ

ছাদের তারে ক্লিপগুলোর কোনো ব্যথা থাকতে নেই
 

ছয়

ফুটপাতের দোকানদারের একটি মেয়ে আছে
ফুটফুটে মেয়েদের জামা বিক্রির সময়
ওনার পিপাসা পায়।


সাত

না-শেখা সেতার
মূলত একটি পছন্দের জামার গায়ে  
হাওয়ার আসা যাওয়া আর অনুরণনের গল্প।  


আট

নীল চুড়িদারটি এ পাড়া ছেড়ে চলে যাচ্ছে
বেকার পাঞ্জাবিটি এখনও
কোনো বাসন্তী রঙের চাকরি জোটাতে পারল না।

নয়

কাফন-বিক্রেতা মৃত্যু সম্পর্কে যদি
দার্শনিকতা লালন করে থাকেন
কবরেও তা পৌঁছে যায়।


 লেখকের অন্যান্য লেখা: 


গালিব উদ্দিন মণ্ডল। জন্ম ১৪ জানুয়ারি, ১৯৮৬ । বাসস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া গ্রামে। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘মাটির কলস’ (২০১৬), ‘সমা ও সময়যান’ (২০২০) । সম্পাদিত ছোট কাগজ: ‘জংশন @জাঙ্গিপাড়া’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ