হৃদ পর্ব
১
শীত এলে আমার সবকিছু জমে যায়। গত শীতে প্রেম জমে গেছিল। এই শীতে জমেছে কথা আর বিরহ। তোমাকে যা-ই বলি, বরফ হয়ে যায়। বরফের হরফ জানা নাই তোমার। তাই না বুঝে মরা মাছের মতো সেখানে শুয়ে পড়েছো। ইগোর ঠান্ডায় নিজের দেহকে রেখেছো তাজা, অথচ তোমার দিকে চেয়ে থাকা এমনভাবে জমে গেছে যে, একবার সামনে আসলে আমি তোমাকে এক হাজার বার দেখে ফেলব।
৮
কই যে যাই!
মনের ভেতর তেত্রিশটা কুকুর
কামড়াকামড়ি করে।
হয়তো বেলুন ছিলাম
পেটের বাতাসে নয়টি প্রজাপতি
তাদের রং ফেলে এসেছে ফুলে
তাদের ছায়া কাদা থেকে তুলে
আকাশে নিক্ষেপ করেছি।
গভীর দেখি না কিছুই
মারিয়ানা
তুমি কিংবা আমি
সকলে এক অনিবার্য পাথর
আমাদের কলিজার আগুনে আমরা পুড়ে গেছি।
মাতা পর্ব
৩২
ছাগলের মাংস খেতে গিয়ে
তার অন্তর খেয়ে ফেললাম।
মূলত আমি ছিলাম ভেড়ার রাখাল
একটি ভেড়াকে আরেকটি ভেড়ার পশমের ভেতর চড়াতাম।
ভেড়াগুলা ভাবতো, এইসব সাদা ঘাস তাদের অতীতে চাপা পড়ে ছিল ।
তারা ফিরে পেয়েছে তাদের শৈশব।
0 মন্তব্যসমূহ
মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।