“To me, photography is an art of observation. It's about finding something interesting in an ordinary place... I've found it has little to do with the things you see and everything to do with the way you see them.”
—Elliott Erwitt
“Don’t shoot what it looks like. Shoot what it feels like.”
— David Alan Harvey
“When words become unclear, I shall focus with photographs. When images become inadequate, I shall be content with silence.”
— Ansel Adams
“I don’t trust words. I trust pictures.”
— Gilles Peress
“A photograph is a secret about a secret. The more it tells you the less you know.”
— Diane Arbus
![]() |
বিপাশা মোশারফ দিনাজপুর সরকারিক কলেজ থেকে বাঙলা সাহিত্যে স্নাতক। জন্ম:১৯৯৫ সালে। শখের বশে ফটোগ্রাফি করেন। |
7 মন্তব্যসমূহ
বাংলা সাহিত্যের ব্লগে ইংলিশমে বাত লিখা রাতা হ্যায়? কিস লিয়ে?
উত্তরমুছুনপ্রথম কারণ: বাঙলা সাহিত্যের ব্লগে আপনি যেকারণে হিন্দিতে মন্তব্য করলেন।
মুছুনদ্বিতীয় কারণ: ফটোগ্রাফি নিয়ে বাঙলা ভাষায় খুব বেশি লেখালেখি হয়নি৷ ফলে, ফটোগ্রাফি সাজাতে গিয়ে ইংরেজির আশ্রয় নেয়া হয়েছে। উল্লেখ্য, ফটোগ্রাফার আমাদের ক্যাপশন লিখে দেননি।
ছবিগুলো অসাধারণ, বিপাশার চোখ স্বপ্নসন্ধানী৷ তবে,হে সম্পাদক, অনামা মম্তব্যবাজ ব্যঙ্গ করে হিন্দিতে লিখেছেন৷ আপনি কাকে ব্যঙ্গ করে ইংরেজিতে লিখলেন?
মুছুনদ্বিতীয় কারণটি পড়ুন। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
মুছুনদারুণ ফটোগ্রাফি
উত্তরমুছুনভাল লাগল৷ ফটোগ্রাফি কেউ প্রকাশ করে না৷ আপনি করছেন৷ উচ্চ প্রশংসা করছি৷
উত্তরমুছুনচমৎকার আলো চায়ার খেলা।
উত্তরমুছুনমন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।