TopTime

আজ বঙ্গাব্দ

গুচ্ছছড়া | রুপা সরকার


তীব্র শ্লোগান

দুর্নীতি অনাচারে ভরে গেছে দেশটা
ভাবছি বসে আমি হবে কী যে শেষটা
জোদ্দার মহাজন দিনে দিনে বাড়ছে
গরীবের ধন কেড়ে কাজ তারা সারছে
কালো টাকা দিয়ে যারা দেশটাকে ভরছে
দিব্যি আছে তারা গরীবেরা মরছে
মোদের তীব্র শ্লোগান পায় যদি বিস্তার
এসকল জালিমেরা পাবে নাকো নিস্তার


টপ রংবাজ

শহরের সেতো টপ রংবাজ
ছুরি মারা রাহাজানি তার কাজ
কানে দুল লাভ লেখা লকেটে
বোমা নিয়ে ঘোরে ফেরে পকেটে
লেখাপড়া ইয়ে মানে নকলে
কপি দেয় চ্যালাগুলো সকলে
জুয়া-ডাইল-লালপানে ভক্ত
এককোপে ঝরায় সে রক্ত
ভয় ডর নেই তার বক্ষে
ভোট লোটে জালিমের পক্ষে
বাপ তার ইয়া বড় আমলা
ভয়ে কেউ দেয় নাতো মামলা


দ্বন্দ্ব

মনে আমার হাজার রকম দ্বন্দ্ব
চলার পথে পাইনে কোনো ছন্দ
চোখে ঝরে অশ্রু ভেজা কান্না
চাইনে আমি দামী হিরে পান্না
বুকের মাঝে উথলে ওঠে কষ্ট
জীবনটা কি হবে বৃথাই নষ্ট!


একটি ছেলে

একটি ছেলে কাঁদছে বসে ফুটপাতে
লক্ষ মশা বসছে তার ঐ মুখটাতে
বুকটা যে তার উথলে ওঠে কষ্টেতে
জল হয়ে তা গড়িয়ে পড়ে ওষ্ঠেতে
ঘর ছিল এক পঁচা গলির বস্তিতে
পেত খেতে মায়ের হাতে স্বস্তিতে
কিন্তু এখন স্বজন হারা মনটাতে
থাকে সেতো ফুটপাতের ঐ কোণটাতে


একমুঠো ভাত

ভাতের জন্য কাঁদে আমিনা
তবু পায় না ভাত
খোঁড়াপায়ে চলে ক্ষীণ দুটি চোখ
লাঠিতে রেখে হাত।
জগৎ জুড়ে টাকার খেলা
নেই কারো কোনো মায়া
ভাবে আমিনা মানুষ তো নেই
আছে শুধু তার ছায়া!
দিনে দিনে যায় বৃদ্ধা আমিনা
শক্তি পায় না মনে
পড়ে থাকে সে পথের পাশে
বটগাছটার কোণে।


রুপা সরকার। ছড়াকার।
জন্মশহর রংপুর।   

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. লেখাপড়া ইয়ে মানে নকলে
    কপি দেয় চ্যালাগুলো সকলে--- কী সত্যি কথা? এভাবে সত্যি কথা এই সমাজে বলা নিষেধ, আপনি জানেন না? এখনই সাবধান হোন

    উত্তরমুছুন

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।