![]() |
প্রচ্ছদ: নাজমুল হোসাইন |
মলম
১
ভুল হরিণ যেভাবে আমাকে ভেজাতে পারতো
কাগজের বৃষ্টি
ভাঁজ করে করে ইনবক্সে তোমার মূর্ধন্য অব্দি
দৃশ্য বাজাও
কিশোরী লাল টোকা দাও জ্যোৎস্না ফাঁক করে করে
টুপটাপ টুপটাপ
রাত ছাড়া রাত
যুগ্ম একলায় গমের যোনির শব্দ…
২
যেভাবে সা এর নিচে নি
রোদের নিচে ছায়া
তার নিচে জলের রাজনীতি
দুর্বল নদী টানতে পারছে না টুইন ব্ল্যাক
চাঁদ ঘষে ঘষে সাফ করে দাও স্রোত
বসন্ত এভাবেও দামি
৩
স্টেপ স্টেপ
কখন নৌকো আকাশে উঠে গ্যাছে!
ঝরে ঝরে পড়ছে তোতলা পাখি
সাইকেলে বসে আমাদের সুদিন ভাগ করে নিচ্ছে রক্ত ও নীতি
৪ ভাগ ভাষায় ১ ভাগ ইবাদত
বাকি শব্দের সিনথেটিক …
ফাঁকা
এক ঘাটে জল খুলে বনলতা ও কাদম্বিনী
মেঘের টু’ইন
আজও রেপ হয়ে যায় কত বন ও কদম্ব
এক চামচ ভাষাকে আমরা মলম বলে ডাকি
প্যাডেল থেকে পিছিয়ে গ্যালো সাইকেল
এসো না হয় দুহাতে রাস্তা চাষি …
৪
মেঘলা ভাষা যতটা তরল ততটাই ন্যুড
দেখছি কীভাবে মার্ডার হয়ে যায় বোকা-বোকা বৃষ্টি!
চাদরে ঢেকে নিলাম আকাশের অতিরিক্ত
এবারে শব্দ ব্লার হবে
জল ফুটবে টবে
ভেসে যাবে কবিতার রক্ত……
৫
পিঁপড়ে সেলাই করে করে গ্রহের নমুনা
ছেঁড়া ছেঁড়া নীলে প্রতিমার রং
ছটফট করছে মেশিন
বিনিসুতো
টান
কথাকলি
পোশাকের নিচে বামুন অরণ্য
চাঁদ এগিয়ে দিলেই ব্যস…
গ্রহ ফস্কে ঘর
ঘর ফস্কে চিনি ও বাতাবি…
নীলিমা দেব। জন্ম ৩১ মে ১৯৮৩, ৮২ মাইল, উত্তর ত্রিপুরায়। মার্কেটিং-এ এমবিএ। বাসস্থান: তাম্বারাম, চেন্নাই। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘ব্যক্তিগত অরণ্য’।
0 মন্তব্যসমূহ
মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।