TopTime

আজ ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিনয় কর্মকারের একগুচ্ছ কবিতা


বিষামৃত

আলো হতে গেলে দাহ্যও হতে হয়!
আবার শীতলতাও মৃত্যুর আরেক নাম!!

দহন ভয়ে আঁতকে ওঠা প্রাণী কি বোঝে;
উষ্ণতায়ও লুকিয়ে থাকে আগুন?

দুধের বাটিতে মাছিটি ডুবে যেতে-যেতে বলে গেলো;
শুধু বিষেই মরণ হবে; এমন কোনো কথা নেই!


মহরত

সুদীর্ঘ আশ্বাসে নিজাম কাকার আক্ষেপ ;
কতো সিনেমা কতো সমস্যায় আটকে আছে!
অথচ;
নায়ক-নায়িকা আরকিছু মিষ্টি হলেই হয়ে যায় শুভ মহরত!

আমাদের ট্রাফিক সিগনাল দেখে-
হারিকেন-কুপির কথা মনে পড়ে।

ওদিকে ইলেক্ট্রিক আলো,
অর্ডারী স্যাটেলাইট আকাশে উড়ছে;
টিভিতে এইচডি প্রযুক্তি!


নবশিক্ষা

টিভি দেখে শিখে নিই, কী-করে মিনারেল ওয়াটার ফুটিয়ে পবিত্র করতে হয়!
শাকিবদের সাফল্যের মূলে হরলিক্সের অবদান!!
আর- হিজাব ফ্রেশের বিজ্ঞাপন-তো অসাধারণ!!!

যাত্রা গান-টান কমে গেছে, অশ্লীলতার অযুহাত!
কারা যেন পাহারায় থাকে.....
বৃষ্টির ফোঁটায় লাল হয় তলোয়ার!
বিবেকের কণ্ঠ তবু মনে পড়ে....


ছবির গল্প

ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত!
লালরঙা স্রোত--সাঁতারকাটে ইয়েমেনের শিশু।
থালাগুলো চাঁদ হয়;
আমরা বামন আর চাঁদের দূরত্ব জানি।

ক্যানভাসজুড়ে সেমিনার, 'যুদ্ধ এবং শান্তি'।
টুপি কিনে কেউ-কেউ হাজী হয়ে ওঠে ; কেউ আবার চে!

ক্যাপশনে লিখে দিই 'শান্তির শ্বেতপায়রা'!
যদিও পৃথিবীতে ছবিআঁকা হারাম!!


পরিচয়পত্র

আমাদের একটা দেশ আছে!
প্রতিদিন গলা মেলাই , 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'।
হরতাল শেষে, দল আর বিরোধীদল- উভয়ের শুভেচ্ছা পাই....

কী-এক মিহিসুতোয় আমাদের বুনন;
খুনিদের সাথেও থাকে আত্মার-আত্মীয়!

ব্যাডমিন্টন শাটল কর্কে তবু পেছনে আঘাত, ফুটবলের যেখানে খুশি....

আমরা আবেদনপত্রের শেষে লিখি;
বিনীত নিবেদক--
আপনার একান্ত বাধ্যগত-- জনগণ!


অন্যসত্য

বাগানের ফুলে যাদের মন ভরে না; মূলত তারাই ফুলদানির প্রেমিক!

আর্টিফিশিয়াল হলে কথা ছিলো না ....
বৃন্তচ্যুত ফুল শুঁকতে দেখলেই, ভাল্লুকের শ্বাস-পরিক্ষার গল্প মনে পড়ে!
ভণ্ডামি-ঝোলায় জমে পাপড়ির কান্না!

প্রজাপতি যত প্রেমই দেখাক; নিজাম কাকার সাফ-কথা--
পুষ্প আপনার জন্যই ফোটে।


বিনয় কর্মকার। কবি।
জন্ম:১৪ জুন ১৯৭৩ সালের মানিকগঞ্জ জেলার পদ্মানদীর পাড়ঘেঁষা হরিরামপুর উপজেলার এক শান্ত ছায়া নিবিড় গ্রাম যাত্রাপুরে।
প্রকাশিত গ্রন্থ:
কবিতাগ্রন্থ - 'সুবর্ণ বন্দর' (২০১৭)
কবিতাগ্রন্থ - 'পরগাছা বা রোদসকাল' (২০১৮)
প্রকাশিতব্য কবিতাগ্রন্থ:
১) 'মিছিল কিংবা অন্দর মহল'
২) 'অবশিষ্ট অন্ধকারে'
৩) 'চেনা কোন সঙ্কেত নেই'

এছাড়াও গীতিকাব্য, অণুগল্প, ছোটোগল্প, রম্যরচনা লিখছেন নিয়মিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ