TopTime

আজ বঙ্গাব্দ

নাজমুল হোসাইনের কবিতা

প্রচ্ছদ: নাজমুল হোসাইন   

রোল নং: মালকোভা

সেক্সি বাতাস থেকে শিহরণ নামাচ্ছে ছাত্রীনিবাস

ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে
ফিল নিচ্ছি

উত্তপ্ত তার বেয়ে অশ্ব-রাত গলে পড়ছে
রাতের রঙ মালকোভা

মনে পড়ছে: আমি মালকোভা শ্রেণিতে পড়ি
রোল নং: মালকোভা


ফাক দাইসেল্ফ
 

মাটি সংলগ্ন পথ সমস্ত কৌশল রপ্ত করে টিকে আছে 
একটি গন্তব্যে— একটি ভাঙাচোরা গ্রহে

সবজিগুলোর রঙিন পোশাক আদর খাচ্ছে
এটা সৌর-আশকারা

আলপিন সেফটিপিন সুই বিদ্ধ করছে মাংশ— ঠিকঠাক লাগছে?

নৈতিক শিহরণ না জাগলে— মানুষকেই ক্রমাগত রপ্ত করতো পথ—

ফাক দাইসেল্ফ



সকল প্রভাবে উৎসকাঁপা উত্তেজনা

একটা উপগ্রহ নৈতিক অবস্থান ছাড়াই ঝুলে আছে

আমি প্রভাব বিস্তার করছি চাঁদে

চাঁদ— ক্রমেক্রমে সৌরমণ্ডল থেকে পৃথক হলে কি
চাদ হয়ে যাবে? Fuck up

চাদের জোছনায়, ধারণা করি, পৃথিবীর মাটিতে
গজিয়ে উঠবে গোছা গোছা বাল

বালখোর-ষাঁড়-গাভীশূন্য গ্রহটি—
নৈতিকতার অভাবে ধ্বংস হবে না অন্তত



I fuck myself therefore I am

পরিচয় প্রবণতার জ্বলজ্বলে দিকটায় ঝুঁকে— খোঁড়াখুঁড়ি দেখছি

এই দেখার আড়াল দিয়ে সন্তর্পণে পার হচ্ছে
নৈতিকতার ফর্মে ফেলে কাটাকুটি করা শেপড জীবন

যাওয়ার পথে তাকালে শ্যাওলাতান্ত্রিক উত্তেজনা জাগে—

উত্তেজনাটুকুর হাতে ধরে ঘরে তুলে দিচ্ছি
             —দরজা বন্ধ—
তুলে নিচ্ছি আমার বর্তমান বিছানায়



সঙ্গম একটি সৌর-আশকারা

শহরটা নিজে ভোদাই হয়ে গেছে, যেখানকার মিথে তুমি 
একজন কুমারী

ব্যাপারখানা হলো: সমস্ত শহরের টসটসে নৈতিকতা আছে
কিন্তু তোমার ওজন সহ্য করতে পারে
এমন পেনিস কোনো শহরেই নাই



নাজমুল হোসাইন। সম্পাদনা করছেন ‘আর কে রোড’ লিটলম্যাগ। জন্ম ২৯ আগস্ট লালমনিরহাট জেলায়। দর্শন বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।