TopTime

আজ বঙ্গাব্দ

আরণ্যক টিটো’র কবিতা


দিক্ ও বিদিক্
(উৎসর্গ— কামাল শাহ্-কে)

যাই, বাতিঘরে...
জেনে আসি... (বিদিক্-দর্শনে)
দিক্-হারা
জাহাজের খবরাখবর...
(দুর্য্যোগপ্রবণ দিনে...  দূরযোগে...
তীরে বসে
বাতাসের আলাপনে
কান
পেতে আছে
আদার ব্যাপারী...)
অন্ধের
হস্তীদর্শন
মুখরিত জনপদে...
খণ্ডে...
দিকে... দিশাকে পাওয়া...
অখণ্ডে... বিদিকে... বিদিশার মর্ম্মে…
যাই
দিগ্বিদিক্ দরশনে...
মাঝ-এর
গতিশীলতায়
মাঝি,
নৌকা ছেড়ে দাও...


অন্য পৃথিবীর গান

মগ্নচৈতন্যের
বেলাভূমে
নিশীথিনী জানালায়
দৃশ্যের গোচরে... জোৎস্নার প্রতিবেশ...
রাগিনীর রাগে
ছুঁয়ে দিতে ইচ্ছে করা
পূর্ণিমার ঠোঁটে
বুদ্ধের হাসির মত ঝুলে থাকা
বৃষ্টিভেজা আকাশের
স্নিগ্ধ চাঁদ, তোমাকে—
যদি
(জগতের
চর্চ্চিত সকল চিন্তা ও প্রণালী
ভুলে)
অনর্থ সুন্দরে
নিভৃতে দেখতে পারতাম!
তবে
শুনাতে পারতাম
অন্য
পৃথিবীর গান!
এবং
ডাকতে পারতাম, অন্য কোন নামে...
(…)
চর্চ্চিত সকল চিন্তা ও প্রণালী
ঝেড়ে ফেলে মাথা থেকে
নিবিড়
তাকিয়ে দেখতাম
সমগ্রতা...
যে ভাবে
শূন্যতার গর্ভে
অ-বাক্ পৃথিবী দেখে
অব্যক্ত গুঞ্জনে ডেকে ওঠে সদ্যজাত শিশু, নহে যিশু!...


LOG IN

ব্যক্তি
স্বাতন্ত্র্যবাদিতায়...
যেও না গো একা একা... কাঁদে মন
লাগিয়া তোমার
যাব লগ্ লগ্, যুক্ততার গানে...
আসিবে যখন
লগ্ন…
শুভ 
গোধূলি লগনে...
বলব,
এস গো... তোমাকে Log in করি…
বিচ্ছিন্নতাবাদে
যেওনা গো একা একা...
দেখ
কামিনি ফুলের বনে
রবি ঠাকুর গাহিছে—
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে...
এস গো...
তোমাকে Log in করি…
অনাদি কালের সৃজন-বেদনায়...
লগ্নীর
বিবিধ অন্তরালে...


আরণ্যক টিটো। কবি। জন্ম ০৬ জুন ১৯৭৭, পটিয়া, চট্টগ্রামে। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘ফুলেরা পোশাক পরে না’ (২০১৮)। সম্পাদনা করছেন ‘চারবাক’।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. এই দৃশ্যপটটি উপভোগ্য লাগল। ধন্যবাদ প্রিয় কবি আরণ্যক টিটো। আপনার কবিতা আরকেরোড পত্রিকায় দেখে খুব আনন্দ হচ্ছে। আপনার এই অংশটি সত্যিই অন্যরকম "নিশীথিনী জানালায়
    দৃশ্যের গোচরে... জোৎস্নার প্রতিবেশ..."

    উত্তরমুছুন

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।