TopTime

আজ ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাব্বির হোসেনের ফটোগ্রাফি


বৃক্ষ থেকে পাতা থেকে উড়ে যাচ্ছে রোদডানাপাখি    




একটা পাখির ওড়াউড়ি > তার ডাক
সম্ভাব্য নাম: দ্য লাফিং কুকাবুরা




ফুল আপনারে থামায়া দিলে, ফুলস্টপ  




যৌথমুক্তভাসমানতরী





রঙজনিত চুরি/চুড়ি


[ক্যাপশনদাতা: নাজমুল হোসাইন]   



সাব্বির হোসেন 
জন্ম: ০৫ ফেব্রুয়ারি ২০০০, রংপুরে।
পড়াশুনা: স্নাতক দ্বিতীয় বর্ষে।
ফটোগ্রাফি নিয়ে তার বয়ান: “ভালোলাগা থেকে শুরু। ছবি তুলে অন্যরকম আনন্দ পাই, আত্মিক প্রশান্তি যাকে বলে। আমার মনে হয় যে, ছবিই একমাত্র মাধ্যম যার সাহায্যে আমি/আমরা  নিজেদের চিন্তা, মানুষের জীবন, প্রকৃতির রূপ অন্যদের মাঝে তুলে ধরতে পারি।  এই ছবি শুধু ছবি নয়, প্রত্যেকটা ছবিতে রয়েছে কিছু গল্প— যা ছবিপ্রেমী মানুষদের ভাবতে সাহায্য করে।”


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।