TopTime

আজ বঙ্গাব্দ

গালিব উদ্দিন মণ্ডলের কবিতা

প্রচ্ছদ: নাজমুল হোসাইন   

চৌষট্টি দুনিয়া আর আট গোলামের কোশ্চেন ব্যাঙ্ক

এক

নৌকা সোজা রাস্তা বেছে নিয়েছে
তির্যক লড়াইয়ে নুনের দেনা শুধে চলে
আটটি গোলাম।
অক্ষরবৃত্তের ঘুঙুর পায়ে
এ দেশে ও দেশে বহুজাতিক বাজার কেনে
অশ্বমেধের ঘোড়া।

সৈন্যরা সীমান্ত ছেড়ে সংসদে উঠে আসছে
তৈরি হচ্ছে
কূটনীতি আর দাবার জন্য চৌষট্টি দুনিয়া।


দুই
 
স্বর্গের টোপ  দিয়ে যারা নরকের ঘরে আগুন লাগাচ্ছে
তারা নরকের আগুন সম্পর্কে ওয়াকিবহাল নয়।
 

তিন

ফকির একটিমাত্র কারণেই সম্রাট
সে ফকির।
আর কিছু নয়।


চার

প্রভুর হিতোপদেশ
দিয়ে জিওল রেখেছ কৈ মাছ আর ক্ষমতা

পেট খুঁড়লে নাড়িভুঁড়ি বেরিয়ে আসে
আর
কেঁচো খুঁড়লে কেউটে
তাই চোখ-ঘোরানোর ফন্দি

আমরা জানি
মগের মুলুককে কীভাবে
মর্গের মুলুক করে তোলা হয়।

 
পাঁচ

যে খরগোশের ভিতর সিংহ জেগে উঠেছে
তার মুখের সামনে গাজর ঝোলাবেন?



গালিব উদ্দিন মণ্ডল। জন্ম ১৪ জানুয়ারি, ১৯৮৬ । বাসস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া গ্রামে। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘মাটির কলস’ (২০১৬), ‘সমা ও সময়যান’ (২০২০), ‘বাবাস্কোপ’ (২০২০)। সম্পাদিত ছোট কাগজ: ‘জংশন @জাঙ্গিপাড়া’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ