![]() |
প্রচ্ছদ: নাজমুল হোসাইন |
শট্
কাট্ কাট্
ফের চাঁদ হচ্ছে খুব
দূরে
সিন্ ভুলে বৃষ্টিগুলি নড়ে চড়ে ইঁউহি
→
casting blue
আয়না বেড়ে ছবির অর্ধেক
ছিন্নজলে বাহান্ন নারীর দশরাত ফুঁ
যেখান থেকে অবাধ হবে আধখোলা গমখেত
অন্যের সিনে ঢুকে যাবে ৬’মিটার জিরাফ ও তার র্যান্ডম
ব্যয়িত ছায়ার পঞ্চমে সা- ধরে খুলে যাচ্ছে রাস্তার ঋষভ
আগে আগে জল, পিছে তার কলঙ্ক …
আন্দাজ
সোনালি রং করা ছায়ার সাথে মেঘ যোগ করে বৃষ্টি বিয়োগ করতেই ভ্যাবাচ্যাকা আপেল। আজ হোক বা কাল হোক আকাশ তছনছ করে ভিজে উঠবে আয়ুর অজানা। যত পথ বাকি তত পথ পাখি আপেলের যোনিতে সূর্য ছানে। আলোর হারকত শাড়ির নিচে সায়ার ছায়াকে দুগ্নি ফাস্ট করে দেবে। দেখে নিও, লাল নজরের ঘামে হল্লা করা অন্ধকার নিউটন পর্যন্ত শার্প হবেই। খোলা জানলায় আপেল আর আপেল। যত লাল তত লাল নয় এই ফিরে দেখা মেঘাচার। মাটির দিকে তাকিয়ে থাকা আপেল জানে এই মুহূর্তে মাটি মানেই বিন্দু ছাড়া ‘র’…
স্থানীয়
দু’টুকরো বিস্কিটের ফুরসত
চায়েরকাপে রান্না করা বৃষ্টির তাবৎ
চুমুক দিলেই অলিভ-অলিভ সাংসারিক
আপাতত জিভের নিচে পাখি
চা চিবোতে চিবোতে স্মার্ট জল পুরোই নার্ভাস
তুমি ভাবছো সঙ্গীতের পর আকাশ মানেই কাণ্ডজ্ঞানহীন বোতাম
ঘুরিয়ে আনলাম চার মিনিটের ফুরনো জ্যোৎস্না
ভীষণ মাটি
রিসার্ভড আঁধার
এবারে চাঁদ দিয়ে ভাত মেখে খাবো …
ঘোর
উড়াবো বলে গাঁট থেকে খুলে দিয়েছি সব শব। মৃদু উনুনে ফর্সা হয়ে আসছে দেহজ বেড়াল। লিখিত জলের মুহূর্ত গুলি আমায় নাজুক করে। চার ভাগ ভাতে এক ভাগ ঘোড়ার দর্শন। চাঁদের একবেলা তো আমার একবেলা। কেউ থামাচ্ছে না ‘মা’। শব্দ নিজেই টুইট করছে তার দুর্বলতা। বেড়াল বাড়ছে। মা গলছে। বেড়াল গলছে। মা বাড়ছে। এখনো মেঘের নিচেই সাইকেলের ধারণা। নাতিদীর্ঘ রাত চারুলতার সিঁদুরে সংগীত রাখবে বলে ছড়িয়ে আছে আসন্ন বেড়াল…
সিন্
এক পুঁটলি ঘর
সঞ্চয় করেছিলাম আধ-খোলা রবীন্দ্রনাথে
জানলার আদিম বিছানা কোলে— এই অরণ্য, এই শ্রাবণ
ঘরের স্পষ্টে অস্পষ্ট ভিক্টোরিয়া
নড়বড়ে জল না নৌকোর, না নদীর
তাড়া দাও, ঘরকে তাড়া দাও
রিলিজ করুক রেস্টিং নীল ও তার আন্দাজ
তীব্র কদম্বে খুল্লমখুল্লা সাঁই
রেডি
টু
রিপিট……
লেখকের অন্যান্য লেখা:
• নৈতিকতা-বিরোধী কবিতা সংখ্যায়: নীলিমা দেবের কবিতা
নীলিমা দেব। জন্ম ৩১ মে ১৯৮৩, ৮২ মাইল, উত্তর ত্রিপুরায়। মার্কেটিং-এ এমবিএ। বাসস্থান: তাম্বারাম, চেন্নাই। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘ব্যক্তিগত অরণ্য’।
2 মন্তব্যসমূহ
ভালো লাগলো। শব্দ ও ধ্বনির পারস্পরিক বোঝাপড়া ও সহাবস্থান বিশেষভাবে নজর কাড়ল
উত্তরমুছুনভালো লাগলো। শব্দ ও ধ্বনির পারস্পরিক বোঝাপড়া ও সহাবস্থান বিশেষভাবে নজর কাড়ল
উত্তরমুছুনমন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।