TopTime

আজ বঙ্গাব্দ

পাঁচটি কবিতা | দুর্জয় খান

প্রচ্ছদ: নাজমুল হোসাইন 

পতঙ্গবালিকার হাড়-কঙ্কাল

এ্যাকুরিয়ামের ভেতর প্রীতিভোজের ডাক।
পথের সুবোধ বালক বারগ্রাফতারের পিঠে চড়ে সজোরে এগিয়ে চলছে এ্যাকুরিয়ামের দিকে। আয়নার প্রতিবিম্বেই দৃষ্টি রেখে চলেছে ক্যাথারসিসের জন্মান্তরের স্রোত। 

অনবদমিত ভ্রমণে বালক তুমি শেষমেষ আঙ্গুলমুদ্রার নৃত্য! জানো? 

মৃত মহানন্দায় যাও…. এ্যাকুরিয়াম বিশাল দৈত্যসমুদ্র….মহানন্দায় কিছু না পেলেও পেয়ে যাবে পতঙ্গবালিকার হাড়-কঙ্কাল।


জল-জানালায় একদিন

উপাদান সমান অথচ অসমান> জটিল ও সরল সমীকরণ অথচ বিন্দুতে ধাবমান

বরফের ঘুম ~ মনমুদ্রার নিষাদ
আলোর ঘুম ~ ধ্যানমুদ্রার নিষাদ
হাওয়ার ঘুম ~ ধানমুদ্রার নিষাদ

শিশ্নধোয়া পুরুষ সর্বসম হয়েও ঠিক ত্রিকোণমিতি কোণ

বিবিধ বিবশ পতনের জ্যামিতিক পা দোলায়… কবর জেনেও পুরুষের যাবতীয় মুদ্রা ঝনঝন করে নেচে ওঠে অবলীলায়!


প্রি-ক্ল্যাসিক্যাল অথবা ধারণার বিচ্যুতি

শরীর ধারণার ভেতর ক্রমাগত একটি রেখা সরে যাচ্ছে ; চোখ হয়ে উঠছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল-

ধরুন তার বর্গমিটার ৪৮৪
পরিসীমা কত?
সমস্ত ওঁম ভেঙে দূরত্বপ্রবালের নাতিদীর্ঘ ভ্রমণ….. যতটা উচ্ছিষ্ট সামান্য পরিসীমা!

মানুষের শরীরে ভীষণ উলম্ব...জল...অগ্নি..বায়ু আর ধারণার বিচ্যুতি!


কনফ্লিক্ট

আসঙ্গ স্থিতিশীল শাবককাল
  —অনির্ধারিত নক্ষত্রকাল

    স্প্রিং বিমর্ষিত স্ত্রোধ্বনি
    ন্যাচারিলিজম প্রতিতুলনা
  —ভীষণ হৃদম..ভীষণ পীড়ন
    রাষ্ট্রচ্ছেদ ঘিরে

বিদৃশ্যবৃত্তান্ত বৃন্দাবন কুমারী…  পাইনগাছের আবহসংগীতে রি রি রি আগুণ!

    —পাঁজরভাঙা কনফ্লিক্ট শর্ট
    —যতসব কোরাস তার অধিক

    —শেকড়বিভূতির বিচ্যুত সুর!


দৌড়টান-দৌটান

অপরাধ প্রত্যয়টি প্রথম ব্যবহৃত হলো সাদারল্যাণ্ডে… এও এক আপেলতত্ত্ব। নৈর্ব্যক্তিক মোমবাতির প্রজ্জ্বলনে ‘তুমি’ হয়ে ওঠো দারুণ যুগল দহন!

মৃতগঙ্গার দিতে হেঁটে যাওয়াতে সিয়েনাকের ফরাসি উপকূলের চিত্র জ্বলজ্বল করে উঠলো। সে এক প্রাগনিসর্গিক চিত্র। ভূতত্ত্বের সূত্র জানিনা বলে, চিত্রে মাটির রূপ-গন্ধ-নিঃসরণ বুঝে উঠতে পারিনি।


দুর্জয় খান। কবি ও সমালোচক। জন্ম: ১২ ই অক্টোবর ১৯৯৬, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘মানসিক অতৃপ্তির আখ্যান’ (২০২০) ও ‘ছায়াক্রান্তের শব্দানুষঙ্গ’ (২০২১)।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।