TopTime

আজ ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দ এনামুল তাজের একগুচ্ছ কবিতা


সময়শৈশব

সময় বদলে যায়, বয়সও
বার্ধক্যে নামে মা, আব্বাও
আমার ছোট্ট সন্তানটি বার বার প্রশ্নে মাতে...
—আব্বু, ট্রেনগুলো কোথা থেকে আসে,
ট্রেনগুলোর বাড়ি কৈ, ঘর কৈ
ট্রেনগুলো কৈ টয়লেট করে?

কিংবা

—আব্বু, ফুলগুলো লাল কেন,
পাখিগুলো উড়ে কেন
মাঝরাতে প্রচন্ড ঠান্ডা হলে
ঝিঁ ঝিঁ পোকাদের শীত লাগে না?

সন্তানের মুখে অদ্ভুদ প্রশ্ন শুনে আনন্দ পাই আমরা—
আমি, আমার বউ, ভাবী; একদিন আমরাও এমনি করতাম।
আমাদের মা,
আমাদের আব্বা— এমনি আমাদের শৈশবটাকে উপভোগ করতেন। হাসা-হাসি করতেন


মানিক মিয়া এভিনিউ

সন্ধ্যার পর এই তল্লাটে হাট বসে চাঁদের
আলোর
প্রেমের
রাইফেল, ঘৃণা পুরনো ভাঁগাড়ে জমা দিয়ে
আমি
আমরা
খুলে বসি ফুলের আড়ৎ— জানো তো
গোলাপে ভালোবাসা বাড়ে
ভালোবাসা বাড়ে হাসিতে চুমুতে
মানুষ প্রণয়পালিত জীব
জগতে একটাই অসুখ, প্রেম
মানুষ প্রণয়বাহিত রোগী।


জীবন, পাখির মতো গড়ি  

মনের পাখি মনেই ছিলো
বনের পাখি বনে।
বনের পাখি মনে আয়লো
মনের পাখি বনে।

কী দিন আয়লো দিনে দিনে
বন ফুরালো রণে।
কী পাখি আর গায়বে রে গান
সুর ফুরালো রণে।

রণ মানি না
রণ মানি না,
ফুলের ব্যবসা করি।
ফুল ফুটেছে
চাঁদ হেসেছে,
জীবন, পাখির মতো গড়ি।




হ শব্দটা কেবল আমার জন্যই তুলে রাখো...
কোথায় রাখবা? ওটা তোমার দায়
ভেসেচলা মাছ বুকে জমিয়ে রাখে জেলে ও জালের কারফিউ; মনে প্রণয়ের সুখ নিয়ে তবুও গাঙে ভাসিয়েছিলো বেহুলা তার ভেলা

হ শব্দটা কেবল আমার জন্যই তুলে রাখো...
কোথায় রাখবা? ওটা তোমার দায়
মরে যাওয়া প্রতিটি নাবিক বুকে তখনো জমিয়ে রাখে সন্ধ্যায় বাড়ি না ফেরার দুঃখ; মনে প্রণয়ের সুখ নিয়ে তবুও কেউ কেউ হয় নতুনসারেং

হ শব্দটা হাসপাতালেরও অধিক হাসপাতাল
ভেষজের অধিক ভেষজ— আমি বললাম,
শকুন্তলা তখন রোদে শুকাতে দিয়েছে গতবর্ষায় ভিজে যাওয়া স্বাধীনতা

হ শব্দটা কেবল আমার জন্যই তুলে রাখো...
কোথায় রাখবা? ওটা তোমার দায়
আব্বার পরা হাতঘড়িটা আম্মা এখনো তুলে রেখেছেন হৃদয়ের আলমারিতে।


খুলে দেখি ফুলের যৌবন

খুলে দেখি ফুলের যৌবন...
উপরে সাত আসমান। নিচে
মদন-কবর। দুলতে দুলতে
গাঙের শরীর, ডিঙি নৌকোর
প্রণয় ধরে... হাঁটতে হাঁটতে
বিলের ডাহুক, কণ্ঠে রক্তের
নহর ফলে। রক্ত দেখো
রক্ত দেখো... রক্ত আজব
লাল, দুষ্মন্ত মরলো
দুষ্মন্ত মরলো...শকুন্তলা
এ-জীবন, তোমাতেই বলিদান।


সৈয়দ এনামুল তাজ। কবি।
জন্ম ২১ জুন ১৯৯৪, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। প্রকাশিত কবিতাগ্রন্থ: 'জেলপাঠকের জবানবন্দি' (২০১৮)।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।