TopTime

আজ বঙ্গাব্দ

আষাঢ়ের কবিতা ও অন্যান্য | বাদল ধারা



আষাঢ়ের কবিতা
 
আষাঢ় লুব্ধ

আমাকে পশু, কিংব দেবতা ~ ভেবোনা

কিংবা
শুধু
শিশ্ন,


আমি,
ডুবতে
ডুবতে ~ তোমাকেই, কেন্দ্র করে ~ ঘুরে যাচ্ছি


এতটা সম্মোহন বলয় ~ বিস্তার করোনা,
আমার সমস্ত, শরীর জুড়ে ~ ফুটে উঠছে
পবিত্র ~ কলংকের ফুল

ঘৃণা কিংবা ক্ষমা কোনো সমাধান নয়, কিংবা
এর মাঝামাঝি ~ কোনো কক্ষপথ, কৌণিক গতি,


আষাঢ়ে সূত্র

আমি অনেক চিঠি লিখেছি ~ কিন্তু
কখনো কাউকে চিঠি দিইনি,

আমার চিঠিগুলো ~ বেশিরভাগ কাগজের নৌকা কিংবা এরোপ্লেন হয়ে যতো →

একবার আমার অনেকগুলো চিঠি ~ আষাঢ়ে
ভেসে গিয়েছিল ~ একবার উড়ে গিয়েছিল দক্ষিণে,
তারা কেউ ~ নটিক্যাল মাইল, কিংবা
নিউটনের সূত্র ~ জানতোনা,

একবার মনে হলো জলকন্যা ~ একবার মনে হলো পরী


আষাঢ়ী সমীকরণ

যে কোনো সমীকরণে ~ চলক, প্রক্রিয়া প্রতীক,
ঘাত এবং সমান সমান চিহ্ন থাকতে হয়,

আর সমান সমান চিহ্ন থাকলে,
বাম ও ডান ~ দুটি পক্ষের জন্ম হয়,
যা সমান সমান কিংবা অসামনও হতে পারে,

অসমান হলে ~ সমীকরণটি স্বতঃসিদ্ধ হবে না,

তরঙ্গ মাত্রই ~ আঘাত জনিত
কিংবা, যে কোনো আঘাত ~ তরঙ্গ সৃষ্টি করে,
প্রত্যক্ষ কিংবা পরোক্ষ, ক্ষুদ্র কিংবা বৃহৎ

দূর থেকে, অসমতা চিহ্ন ~ কিছু ভাবনা রাশি ছড়িয়ে যাচ্ছে


ডিম্বাকৃত ঘূর্ণির মাঝে

উত্তরপশ্চিমে, একঝাঁক ধূমকেতু ~ পাথর অরণ্য,

অভিধানে, ঘুমিয়ে থাকা ~ প্রতিটি শব্দ,
তেজস্ক্রিয় শক্তি নিয়ে ~ ফিরে আসতে পারে,
বিগব্যাং শোনার মতো কোনো কান ~ ছিলোনা
তাই অতীন্দ্রিয় কিছু তরঙ্গ ~ কানের জন্ম দিলো

অভিকর্ষ ভালোবেসে ~ কিছু জ্যোতিষ্ক খসে পড়ছে

সাপ কর্ডাটা পর্বের, ব্যাঙও ~ জোনাকি মাংসাশী,
খাদ্যচক্রে ~ প্রত্যেকেই সমান ~ সমান হত্যাকারী
ঐ অধরা প্রান্তর ~ নিঝুম স্বপ্ন ~ কে কাকে খাবে,


{(ভালোবাসা)} ÷ {(ঘৃণা)} = ধ্রুবক...

আমাদের সম্পর্ক ভগ্নাংশের উপরের সংখ্যা যদি

                           ভালোবাসা
                           
               হয় ~ তাহলে নিচের ~ সংখ্যা
               
                                ঘৃণা

যা আমাদেরকে → অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র করে দিচ্ছে

অবশেষ আকাশগঙ্গায় ~ যে ধ্রুবক জ্বলে পুড়ে যাচ্ছে ~ তার নাম কি
সূর্যোদয় ও সূর্যাস্তের পথ ধরে ~ হেঁটে যায়~ এক বিমর্ষ জোকার


এই লেখকের অন্যান্য লেখা:

বাদল ধারা। কবি। জন্ম১৮ মে ১৯৮৫, ঢাকা। প্রকাশিত কবিতাগ্রন্থ দুইটি ‘শূন্যতার সার্কেল’ (২০১৭), ‘তিন সমস্ত সাত ভাগের এক’ (২০২০)।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

  1. খুব ভালো লাগলো।তবে, "আমি" শব্দপ্রয়োগটি না থাকলে আরো ভালো হতো।ভবিষ্যৎে ভাবার অনুরোধ রাখলাম

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অভিধানে, ঘুমিয়ে থাকা ~ প্রতিটি শব্দ,
      তেজস্ক্রিয় শক্তি নিয়ে ~ ফিরে আসতে পারে,

      শব্দের ~ শক্তিসম্পর্কে ~ আমি ~ সচেতন

      মুছুন
  2. দারুণ উদ্দামে ঘাত প্রতিঘাত আষাঢ়

    উত্তরমুছুন
  3. এক অদ্ভূত ভাললাগায় মন ভরে গেল৷ ধন্যবাদ কবি৷

    উত্তরমুছুন

মন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।