একটি ফ্যাটালিটি সংক্রমিত কবিতা
নোটারির কালি
উবে গেছে নামে-বেনামে
কোভিডকফিন। প্যানডেমিক বিশ। ইতিহাস ______
বেঁচে থাকা প্রশ্নহীন
আপাতদিক ধূসরখোঁজ
কোন কুক্ষন ~ সবই আপেক্ষিক
দিশাহীন কপর্দক-০ হাত
চলেছি কেবল
শব্দহীন পা ~ তবু হাঁটছি হাঁটছি হাঁটছি
ঝুরঝুর ~ নিয়তির হাটখোলা
রঙ্গমহলের কররেখা
অনুজীবী তালতাল হাসি
আইসোলেশন ____
অতল জলের স্তব্ধচিত্র
লাল কাঁকড়ার ঠোঁটোগ্রাফ
একদিন
বরফআগুন
ক্ষুধার্তদের সাথে ডানে
উত্তপ্ত-০ থালা
ঘুম ~বারান্দায় : অতিদ্রুত কণ্ঠস্বর দর্পণে
স্থির ল্যান্ডস্কেপ। পটে আঁকা সমুদ্র-সারস বিগত
শতাব্দীর মুণ্ডমালা
বিউগল
তীব্র কোলাহল
সিলগালা জিহ্বা ~ নিরপেক্ষভূমি
স্পর্শমিতি
হিমায়িত হাড়ের বীজে রাত্তিরের গন্ধ
পানশালা ~ পান্থশালা
বালিশের আস্তিনে অম্লমধুরসুতো
প্রাচীন শিলালেখ
বাঁকাআঁকা গলিঘুঁজি
উপল চোখের জ্যোতি > অচেনা কাঙ্খা
এসবই ~ অনন্ত দ্বৈরথ
ঘড়িহীন সময়
আলোর সম্পাত
রেখাঝোঁক নেশাতুর
সঙ্কোচন-প্রসারণ
সম্মুখে দাঁড়িয়ে গতকাল
খোসা ছাড়ানো পেঁয়াজের ভঙ্গি
উপমামূলক
অধস্তন সচিব ~ ঝুঁকে আঁকেন ০
কাগজের মতো পোড়া ত্বক
খসে পড়ছে অনিয়ন্ত্রিত
বঞ্চিত মুখগুলো চালান
ওপার সীমান্ত
পচাগলা মাংসাশী পাখি
আয়না
প্রতিবিম্ব
চালুনি
আগামীকাল বিমূর্ততার বাধ্যমঞ্চ
কেন মানুষের অশ্রু হবে মোম
যখন কাঠের পৃথিবী ব্যর্থতায়?
অবশিষ্ট-গণিত
স্বচ্ছ বাতাসের দামে শুকনো কাচের জীবন বিক্রি হোক
ঘন্টাচুক্তিতে শোনার জন্য ডিগ্রিপ্রাপ্ত কাউকে নিয়োগ দেয়াও অশালীন
পরস্পর ছুঁয়ে দেখা যাক কররেখা
থিকথিকে বাতাসে চাঁদের ম্যাদামারা ছায়া
কারাগারহীন ~ উতল
ক্ষুধার্ত সকলকে অভ্যন্তরীন রাখার
পরাজিত সিংহের নোনাতিক্তহাসি
মৃগতৃষ্ণিকাময় রঙিন মরুভূমি
কেবল ঘুমঘুম ভাবলেশহীন ~ অনন্ত নৈঃশব্দ্যযোগ
১টা দিনলিপিগ্রস্ত না|কবিতা
পটেটো ক্যারেক্টার ~ ক্রীড়াকৌতুক ভোর
খন্ডকালীন
কা গ জী য়া
প্রাতঃভ্রমণ
মুদ্রিত ঘাস
উ
দা
রা
মু
দা
রা
ধোঁয়াধোঁয়া বৃষ্টি
মাথাকাটা নারকেল
আনকোরা রাবারের জলকপাট
কথাভর্তি ট্রাক
অ ন্ধ ছ ন্দ ব ন্ধ
ছ ন্দ অ ন্ধ ব ন্ধ
ব ন্ধ অ ন্ধ ছ ন্দ
স্টেশন - ছুট
প্রকাণ্ড হাঁ
জ্বলেজ্বলে ক
ক্ষ
চ্যু
ত ডালিম
প্রাপ্ত রাজরোগ জন্ম
বে
প
রো
য়া টিপ্পনী
শার্সিতে খোদাই || ৫-৩৬
সচিত্র পাংচুয়েশনের মেটালোব
তাবৎ তা'বৎ বিগত ঈহিতসমুদ্র এখন উড়ালসড়ক
পরিচয়পত্র কুচিকুচি
আয়ুবায়ুজালিক শহুরে কাগজ
রাতের উৎসঙ্গ
পাথুরে স্ফটিক স্তম্ভধোঁয়া
সাবমেরিন-সাইজ ব্যথা'য় কে না হাঁটে
সমুদ্রতট
অদ্ভুত শশধরের (১/৫) অংশক
বেহালাভর্তি জোনাকিবাগান ছেড়ে
আমার মৃত্যুসমেত শৈশব,
শিরস্ত্রাণ
আড়ালমনা
মৃত ঘামের ত||ত রঙ্গ তারকাসকল ব্যথার সলমাজরি
দৌড় সাঁতারে ঝ|ক|ম|ক ঝাঁ|ক|তা|ক শরীরী সেতার
আলোর সংকেত
প্যাসকেলের সূত্র
গতিপথ ঐ নদী
কম্পনে স্বপ্নের মিথাশ্রয়ী বাঁইবাঁই
হাড়িকাঠের প্রস্তরবেদি বরাবর দৈর্ঘ্য
সহোদরা
কমলা লিন্দে বসে অ||অ তা
খোঁয়াড়বাঁধা
ব|ন্ধ মুরগির ডিম
আড়ালমনা
মৃত ঘামের ত||ত রঙ্গ তারকাসকল ব্যথার সলমাজরি
দৌড় সাঁতারে ঝ|ক|ম|ক ঝাঁ|ক|তা|ক শরীরী সেতার
আলোর সংকেত
প্যাসকেলের সূত্র
গতিপথ ঐ নদী
কম্পনে স্বপ্নের মিথাশ্রয়ী বাঁইবাঁই
হাড়িকাঠের প্রস্তরবেদি বরাবর দৈর্ঘ্য
সহোদরা
কমলা লিন্দে বসে অ||অ তা
খোঁয়াড়বাঁধা
ব|ন্ধ মুরগির ডিম
ইসরাত ইহিতা। কবি।
জন্ম ০২ জুলাই পটুয়াখালীতে।
পেশায় একজন শিক্ষক।
জন্ম ০২ জুলাই পটুয়াখালীতে।
পেশায় একজন শিক্ষক।
3 মন্তব্যসমূহ
নতুন স্বর অনুভব করতে পারছি৷ ধন্যবাদ আপু, নতুন দিগন্তের সান্নিধ্য দেয়ার জন্য৷
উত্তরমুছুননতুন স্বাদ। ভালোলাগা।
উত্তরমুছুনমুগ্ধতা
উত্তরমুছুনমন্তব্যের যাবতীয় দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় নেবে না।